চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স লাইভ স্কোর (BPL/ বিপিএল)
আজকের চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স লাইভ স্কোর (BPL/ বিপিএল)
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স লাইভ স্কোর কার্ড আপডেট (BPL/ বিপিএল) জেনে নিন। সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচের সরাসরি লাইভ স্কোরকার্ড আপডেটের এই আর্টিকেলে। বিপিএলের গ্রুপ পর্বের দিনের প্রথম ও টুর্নামেন্টের ১৩ তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স। আপনারা যারা উক্ত ২টি দলের সমর্থক রয়েছেন, তারা ম্যাচ শুরু হবার পর থেকে সরাসরি স্কোর জানা থেকে শুরু করে লাইভ দেখার উপায় জানতে চান।
সিলেট বনাম চট্টগ্রাম বিপিএল ম্যাচ ২০২৪
আজ সিলেটের ঘরের মাঠ সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় সিলেট বনাম চট্টগ্রাম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা বিপিএল পয়েন্ট টেবিল ২০২৪ দেখলে ইতোমধ্যেই জেনেছেন টুর্নামেন্টে সিলেটই একমাত্র দল যারা এখনও জয়ের দেখা পায়নি। এই পর্যন্ত ৩টি ম্যাচ সিলেট খেলেছে কিন্তু একটি ম্যাচেও জয় পায়নি বরং চট্টগ্রাম, রংপুর এবং কুমিল্লার বিপক্ষে হেরেছে। অপর দিকে টুর্নামেন্টে উড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তারা ৪টি ম্যাচের ৩টিতেই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ২ নং অবস্থান করছে।
ম্যাচ: sylhet strikers vs. chattogram challengers, ১৩ তম ম্যাচ, বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2024
তারিখ: সোমবার, জানুয়ারী ২৯, ২০২৯
সময়: দুপুর ১:৩০
ভেন্যু: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট
আম্পায়ার: ডেভিড মিলনস, মনিরুজ্জামান
তৃতীয় আম্পায়ার: মোরশেদ আলী খান
ম্যাচ রেফারি: শওকাতুর রহমান
সিলেট স্ট্রাইকার্স স্কোয়াড
মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মাশরাফি মুর্তজা (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রায়ান বার্ল, জাকির হাসান, সামিত প্যাটেল, ইয়াসির আলী, বেন কাটিং, তানজিম হাসান সাকিব, রেজাউর রহমান রাজা, রিচার্ড নাগারভা, বেনি হাওয়েল, দুশান হেমন্ত, নাজমুল ইসলাম। , হ্যারি টেক্টর, আরিফুল হক, জর্জ স্ক্রিমশ, নাঈম হাসান, শফিকুল ইসলাম, শামসুর রহমান, জাওয়াদ মোহাম্মদ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স স্কোয়াড
ইমরান উজ্জামান (উইকেটরক্ষক), শুভাগত হোম (সি), আবিষ্কা ফার্নান্দো, তানজিদ হাসান, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, কার্টিস ক্যাম্পার, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, আল-আমিন হোসেন, বিলাল খান, জিয়াউর রহমান, কুসল মেন্ডিস, শ্যাকাত আলী, স্টিফেন এস্কিনাজী, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ হারিস, সালাউদ্দিন সাকিল, হুনাইন শাহ, হুসনা হাবিব
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স সরাসরি লাইভ স্কোর কার্ড আপডেট
আর কিছুক্ষণের মধ্যেই মাঠে গড়াতে চলেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার বিপিএলের আজকের দিনের ১ম ম্যাচ। চট্টগ্রাম টুর্নামেন্টে ইতোমধ্যেই খুব শক্ত অবস্থানে রয়েছে, যারা নিজেদের প্রথম ম্যাচেই এই সিলেটে হারিয়েছে তাই তাদের বিপক্ষে সুখের সৃতিও আছে বটে। কিন্তু অধিনায়ক মাশরাফী বিন মুর্তজার অধীনে সিলেট বেশ নড়বড়ে অবস্থানে। তারা টুর্নামেন্ট থেকে ছিতকেও যেতে পারে যদি কি না সামনের ম্যাচ গুলো এভাবে হারতে থাকে। তাই চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স আজকের ম্যাচে কোন দল ভাল করে জানতে সরাসরি লাইভ স্কোরকার্ড আপডেট জেনে নিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 138/2 (17.4)
সিলেট স্ট্রাইকার্স 137/4 (20)
Chattogram Challengers won by 8 wkts
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স খেলা লাইভ টিভি চ্যানেল ও অনলাইন
আমরা জানি যে, চট্টগ্রাম এবং সিলেট ২ দলেরই বেশ সমর্থক রয়েছে, যারা মাঠে এসে আজকের ম্যাচটি উপভোগ করবে। কিন্তু এমন অনেক সমর্থক রয়েছে, যারা কর্মব্যস্তার কারণে মাঠে আসতে পারবে না। তাই মাঠে না গিয়েও আপনি স্যাটেলাইট টিভি চ্যানেল জি টিভি ও মাছরাঙ্গা টেলিভিশনের মাধ্যমে চট্টগ্রাম vs. সিলেট খেলাটি লাইভ দেখতে পারবেন। এছাড়াও অনলাইনের বিভিন্ন প্লাটফর্ম যেমন ফেসবুক, ইউটিউবের সরাসরি লাইভ সম্প্রচার করা হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম সিলেট স্ট্রাইকার্স খেলাটি।