Cricket

আজকের শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার লাইভ স্কোর আপডেট

শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার লাইভ স্কোর আপডেট ২০২৩

আজকের শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার লাইভ স্কোর আপডেট ও টিভি চ্যানেল এবং অনলাইনে কিভাবে দেখবেন জেনে নিন। আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ চলছে, যেখানে আজকের খেলায় মুখোমুখি হতে চলছে ২ গ্রেট দল শ্রীলঙ্কা Vs অস্ট্রেলিয়া।

ইতোমধ্যেই এই দল ২টি নিজেদের প্রথম ২টি ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় লগ্নে রয়েছে, অর্থাৎ আজকের ম্যাচে যে দল হেরে যাবে তারা অনেকটাই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তাই বলা যায় শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া আজকের খেলাটি হতে চলেছে অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ, এই ম্যাচটিতে চোখ থাকবে সকল ক্রিকেট প্রেমী দর্শক-সমর্থকের।

শ্রীলঙ্কা Vs অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

অস্ট্রেলিয়া জাতীয় পুরুষ ক্রিকেট দল, যারা ওয়ানডে তথা একদিনের আইআইসি ক্রিকেট বিশ্বকাপের রেকর্ড সংখ্যক শিরোপাধারী, মোট ৫ বার তারা এই গৌরবময় ট্রফি জিতেছে। কিন্তু তাদের ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের শুরু একদম ভাল হয়নি।

নিজেদের প্রথম ম্যাচে তারা ভারতের কাছে হেরেছে ৮ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১৩৪ রানের বিশাল ব্যবধানে হার মানতে হয়েছে, যার কারণে বর্তমানে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে অবস্থা অস্ট্রেলিয়ার। অপরদিকে অস্ট্রেলিয়ার মতো একই অবস্থায় শ্রীলঙ্কা দলও, তারাও প্রথম ২ ম্যাচে যথাক্রমে সাউথ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে হারের স্বাদ গ্রহণ করেছে। তাই স্বাভাবিক ভাবেই আজকে ম্যাচে দল দুটি জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে।

আজকের শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার লাইভ স্কোর আপডেট

এবার এশিয়ার ক্রিকেট পরাশক্তি শ্রীলঙ্কা মুখোমুখি হতে চলছে ক্রিকেটের সবচেয়ে সফলতম টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে। আজ বাংলাদেশ সময় দুপুর ২ টা ৩০ মিনিটে ভারতের, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়াম, লখনউতে অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপের ১৪ তম ম্যাচটি।

যেহেতু এটি আইআইসি টুর্নামেন্ট, ছাড়াও আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দলের জন্যই তাই সকলেই জানতে চাইবে আজকের শ্রীলঙ্কা বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট খেলার লাইভ স্কোর আপডেট। তাই আমরাও পুরো খেলা বা ম্যাচটি জুড়ে আপনাদের সাথে থাকবো বল বাই বল ধারাভাষ্য সহ লাইভ স্কোর আপডেট নিয়ে।

আরও দেখুনঃ ব্রাজিলের খেলা কবে ২০২৩ বাংলাদেশ সময় বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচের সময়সূচি

অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ সরাসরি লাইভ টিভি চ্যানেল ও অনলাইনে

ওয়ানডে বিশ্বকাপ থেকে শুরু করে সব জায়গাতেই মুখোমুখি পরিসংখ্যানে শ্রীলঙ্কার থেকে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। এই পর্যন্ত অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কার মধ্যে মোট ১০৩টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যার মাঝে অস্ট্রেলিয়া ৬৩ জয়ের বিপরীতে, শ্রীলঙ্কা জয় ৩৬টি ম্যাচে বাকি ৪টি ম্যাচ পরিত্যক্ত রয়েছে।

তাই বলা যাচ্ছে আজকের অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ এগিয়ে থেকেই মাঠে নামবে তারা, ২ দলের বেশ কিছু খেলোয়াড় রয়েছে ভাল ফর্মে। অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ সরাসরি লাইভ সম্প্রচার করবে বাংলাদেশ ভারত সহ বিশ্বে প্রায় ২৫টি স্যাটেলাইট টিভি চ্যানেল যার মাঝে অন্যতম স্টার স্পোর্টস, সনি স্পোর্টস নেটওয়ার্ক, টি স্পোর্টস, জী টিভি ও অনলাইনে দেখতে পাবেন সনি লাইভ, ট্রফি, রাবিট্রল বিডি অ্যাপসের মাধ্যমে।

AL Imran

Al Imran, a seasoned sports journalist at TheOnField.com, with a rich writing background from platforms like ESPN, Goal, Sofascore, Fox Sports, NDTV Sports, VAVEL and many others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button