আইপিএল ২০২৪ সময়সূচী ছবি ও দল (IPL Match Schedule 2024)
আইপিএল ২০২৪ পূর্ণাঙ্গ সময়সূচী ছবি ও দল (IPL Match Schedule 2024)

আইপিএল ২০২৪ সময়সূচী ছবি ও দল (IPL Match Schedule 2024) প্রকাশ করেছে বিসিসিআই। ক্রিকেট প্রিয় বাংলাদেশী দর্শক, সমর্থকদের স্বাগত জানিয়ে শুরু করছি। এই আর্টিকেলে আমরা শেয়ার করতে চলেছি ইন্ডিয়ান প্রিমিলার লীগ (আইপিএল) এর ১৭ তম আসরের পূর্ণাঙ্গ সময়সূচি। আগামী ২২ মার্চ মাঠে গড়াতে চলেছে ক্রিকেট সব থেকে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যার সিডিউল বা ম্যাচের আগাম সময়সূচী জানিয়েছিলেন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল। চলুন এক এক করে জেনে ও দেখে নেওয়া ২০২৪ সালের আইপিএল টুর্নামেন্ট সময়সূচী ছবি, পিক ও খেলোয়াড়দের তালিকা সমূহ।
আইপিএল ২০২৪ সময়সূচী
আপনারা সকলে অবগত রয়েছেন যে, ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিলার লীগ (IPL) এর ১৭ তম আসর শুরু হবে আগামী ২২ মার্চ, ২০২৪ তারিখ (শুক্রবার) হতে। এবারের আইপিএলে ৪টি প্লে-অফ’সহ মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। চলতি বছরের আইপিএলের আংশিক সময়সূচী ঘোষণা করেছে বিসিসিআই। যার প্রেক্ষিতে উদ্বোধনী ম্যাচেই টুর্নামেন্টের সব চেয়ে সফলতম দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মুখোমুখি হবে। ২২ মার্চ (শুক্রবার) উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে। সিএসকে বনাম আরসিবির ম্যাচটি রাত সাড়ে ৮টায় শুরু হবে।
ইন্ডিয়ান প্রিমিলার লীগ (IPL) ম্যাচের সময়সূচী 2024
২২ মার্চ, ২০২৪ তারিখ ইন্ডিয়ান প্রিমিলার লীগ (IPL) টুর্নামেন্ট শুরুর পরের দু’দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এছাড়াও ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ম্যাচ হবে একটি করে, ৭ এপ্রিল হবে দুটি ম্যাচ। আপাতত ওইদিন অর্থাৎ ২ সপ্তাহ পর্যন্ত আইপিএলের ম্যাচসূচি ঘোষণা করা হয়েছে। কেন বা কি জন্য এবারের আইপিএলের আংশিক সময়সূচী ঘোষণা করে হয়েছে।
তার প্রেক্ষিতে বিশ্লেষণ করেছে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। তারা জানিয়েছে যে, ভারতের জাতীয় নির্বাচন আসন্ন, যা আগামী এপ্রিল ও মে মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে। এতে করে ভারতীয় নির্বাচন কমিশন ভোটের তারিখ ঘোষণা করলে তার সাথে সামঞ্জস্য রেখেই আইপিএলের পরবর্তী ম্যাচের সময়সূচী দিতে হবে।
প্রথম ১৫ দিনের আইপিএল সূচি
১. চেন্নাই বনাম আরসিবি- ২২ মার্চ (চেন্নাই, রাত সাড়ে ৮টা)।
২. পাঞ্জাব বনাম দিল্লি- ২৩ মার্চ (মোহালি, বিকেল ৪টা)।
৩. কলকাতা বনাম হায়দরাবাদ- ২৩ মার্চ (কলকাতা, ৮টা)।
৪. রাজস্থান বনাম লখনৌ- ২৪ মার্চ (জয়পুর, বিকেল ৪টা)।
৫. গুজরাট বনাম মুম্বাই- ২৪ মার্চ (আহমেদাবাদ, রাত ৮টা)।
৬. আরসিবি বনাম পাঞ্জাব- ২৫ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
৭. চেন্নাই বনাম গুজরাট- ২৬ মার্চ (চেন্নাই, রাত ৮টা)।
৮. হায়দরাবাদ বনাম মুম্বাই- ২৭ মার্চ (হায়দরাবাদ, রাত ৮টা)।
৯. রাজস্থান বনাম দিল্লি- ২৮ মার্চ (জয়পুর, রাত ৮টা)।
১০. আরসিবি বনাম কলকাতা- ২৯ মার্চ (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১১. লখনৌ বনাম পাঞ্জাব- ৩০ মার্চ (লখনৌ, রাত ৮টা)।
১২. গুজরাট বনাম হায়দরাবাদ- ৩১ মার্চ (আহমেদাবাদ, বিকেল ৪টা)।
১৩. দিল্লি বনাম চেন্নাই- ৩১ মার্চ (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৪. মুম্বাই বনাম রাজস্থান- ১ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
১৫. আরসিবি বনাম লখনৌ- ২ এপ্রিল (বেঙ্গালুরু, রাত ৮টা)।
১৬. দিল্লি বনাম কলকাতা- ৩ এপ্রিল (ভাইজ্যাগ, রাত ৮টা)।
১৭. গুজরাট বনাম পাঞ্জাব- ৪ এপ্রিল (আহমেদাবাদ, রাত ৮টা)।
১৮. হায়দরাবাদ বনাম চেন্নাই- ৫ এপ্রিল (হায়দরাবাদ, রাত ৮টা)।
১৯. রাজস্থান বনাম আরসিবি- ৬ এপ্রিল (জয়পুর, রাত ৮টা)।
২০. মুম্বাই বনাম দিল্লি- ৭ এপ্রিল (মুম্বাই, রাত ৮টা)।
২১. লখনৌ বনাম গুজরাট- ৭ এপ্রিল (লখনৌ, রাত ৮টা)।
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের সময়সূচি ২০২৪ কবে, কখন ও কোথায়
আইপিএল ২০২৪ দল ও খেলোয়াড়ের তালিকা
ইতোমধ্যেই আপনারা উপরের অংশ হতে জেনেছেন, আইপিএল ২০২৪ এর আংশিক সময়সূচি যা কর্তৃকরা প্রকাশ করেছে। এবার জানা যাক ২০২৪ সালের আইপিএলের কোন দলে কতজন দেশি ও বিদেশী প্লেয়ার তথা খেলোয়াড় রয়েছে তার তালিকা। বিগত বছরের ন্যায় এবারও প্রতিটি দল ম্যাচ প্রতি ৭ জন দেশি খেলোয়াড়ের বিপরীতে ৪ জন বিদেশী খেলোয়াড় খেলাতে পারবেন।
তবে গত ২০২৩ সালের টুর্নামেন্টের ন্যায় এবারও আইপিএলের প্রতিটি ম্যাচে একজন করে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ তোলা যাবে। উল্লেখ্য যে, এবারের আইপিএলের ফাইনাল হওয়ার সম্ভাব্য সময় আগামী ২৬ মে, ২০২৪ তারিখে। যার ৫ দিন (১ জুন) পরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর।