আজকের ঢাকা ডমিনেটর vs. কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ স্কোর বিপিএল
আজকের ঢাকা ডমিনেটর vs. কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ স্কোর আপডেট বিপিএল
আজকের ঢাকা ডমিনেটর vs. কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ স্কোর আপডেট ও সরাসরি বিপিএল ম্যাচ খেলার দেখার উপায় জানুন। সুখবর ক্রিকেট প্রিয় বাঙ্গালী জাতির জন্য কারণ আজ থেকে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএলের দশম তম আসরের পর্দা উঠছে। যেখানে প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স একে, পরের বিপক্ষে মাঠে নামছে। আজ বাংলাদেশ সময় দুপুর ২ টায় দিনের ১ম এই ম্যাচটি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকায় অনুষ্ঠিত হবে। চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে এবং টিভি চ্যানেলের মাধ্যমে ঢাকা ও কুমিল্লার ম্যাচটি সরাসরি উপভোগ করবেন।
বিপিএল ঢাকা ডমিনেটর বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স
আজ ১৯ই জানুয়ারি জমকালো উদ্বোধনের মধ্য দিয়ে বি পি এলের ১০ তম আসরের পর্দা উন্মোচন হল। যেখানে প্রথম দিনে ২টি ম্যাচ রয়েছে, যার মাঝে ১ম ম্যাচ অর্থাৎ ঢাকা ডমিনেটর বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টস “ফাক্ট”, মূল একাদশ সহ যাবতীয় তথ্য উপাত্ত তুলে ধরা হবে। এতে করে আপনারা যারা আজকের ঢাকা এবং কুমিল্লা দলের সমর্থক রয়েছেন, তারা সম্পন্ন আর্টিকেলটি পড়তে থাকুন।
আজকের ঢাকা ডমিনেটর vs. কুমিল্লা ভিক্টোরিয়ান্স লাইভ স্কোর আপডেট
আর কিছুক্ষণ পরে মাঠে গড়াতে চলেছে আজকের বিপিএল ক্রিকেটের প্রথম ম্যাচটি, যার জন্য পুরো বাংলাদেশের ক্রিকেট পাগল জাতীয় মুখীয়ে রয়েছে। আজকে দুপুর দেড়টায় টসের মাধ্যমে খেলার শুরুর প্রথম ধাপ সম্পন্ন হবে, যার আপডেট এখানে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও অনেকেই রয়েছেন যারা আজকের ঢাকা বনাম কুমিল্লা খেলার লাইভ সরাসরি স্কোর আপডেট জানতে চান। তাদের জন্য আমরা ম্যাচের টস থেকে শুরু করে ১ম এবং ২য় ইনিংসের লাইভ স্কোর আপডেট জানাবো ধারাভাষ্য সহ।
ব্রাজিল বনাম ইংল্যান্ড প্রীতি ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান
স্কোয়াড:
ঢাকা ডমিনেটর স্কোয়াড: মোহাম্মদ নাইম, ইরফান শুক্কুর, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, চতুরাঙ্গা ডি সিলভা, সাদিরা সামারাউইক্রমা (ডব্লিউ), আলাউদ্দিন বাবু, লাহিরু সামারাকুন, তাসকিন আহমেদ (অধিনায়ক), শরিফুল ইসলাম, উসমান কাদির, লাসিথ ক্রুসপুলে, দানুশকা, দানুশকা। সাব্বির হোসেন, এস এম মেহেরব, আরাফাত সানি
কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড: জনসন চার্লস, লিটন দাস, ইমরুল কায়েস, তৌহিদ হৃদয়, খুশদিল শাহ, আন্দ্রে রাসেল, জাকের আলী, সুনীল নারিন, মুস্তাফিজুর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানভীর ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, নাসিম শাহ, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান, রাহকিম কর্নওয়াল
ঢাকা বনাম কুমিল্লা ম্যাচ সরাসরি লাইভ অনলাইন ও টিভিতে
আপনি কি আজকের ঢাকা বনাম কুমিল্লা ম্যাচটি মাঠের বাহিরে থেকেও সরাসরি লাইভ দেখতে চান? তাহলে আপনাকে জানতে হবে এই খেলাটি কোন স্যাটেলাইট টিভি চ্যানেলে এবং অনলাইনে কোথায় দেখানো হবে। তাদের জন্য বলতে চাই, ঢাকা বনাম কুমিল্লার বিপিএলের আজকের খেলাটি গাজী টিভি ‘জি টিভি’ এবং টি স্পোর্টসে সরাসরি লাইভ দেখানো হবে। এছাড়াও আমরা এই ওয়েবপেজের মাধ্যমে Dhaka Dominators vs Comilla Victorians ম্যাচের Live score দেখানো হবে।