ব্রাজিল বনাম উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কবে, কখন? লাইভ
ব্রাজিল বনাম উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কবে, কখন? কিভাবে লাইভ দেখেবন!
ব্রাজিল বনাম উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কবে, কখন? কিভাবে লাইভ দেখবেন জেনে নিন। ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে মাঠে নামবে ব্রাজিল জাতীয় ফুটবল দল, যাদের এবারের প্রতিপক্ষ উরুগুয়ে। ইতোমধ্যেই ব্রাজিল দল বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ৩টি ম্যাচে জয়লাভ করেছে, অপরদিকে উরুগুয়ে খুব একটা ভাল শুরু করতে পারেনি তারা নিজদের ১ম ম্যাচে জয় পেলেও ২য় ম্যাচে হেরেছে এবং ৩য়’টি ড্র করেছে কলম্বিয়ার বিপক্ষে।
এই অংশে আমরা এক নজরে জেনে নিবো ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচের যাবতীয় তথ্যবলী। যেখানে থাকবে ব্রাজিল Vs উরুগুয়ে খেলা বাংলাদেশ সময় কবে, কখন শুরু হবে এবং কিভাবে টিভি ও অনলাইনে সরাসরি লাইভ দেখার যাবে।
ব্রাজিল বনাম উরুগুয়ে পরিসংখ্যান হেড টু হেড, লাইন আপ ২০২৩
ব্রাজিল জাতীয় ফুটবল দল যাদের ফুটবলের ইতিহাস অত্যন্ত গর্বের ও বর্ণাঢ্য উরুগুয়ে থেকে শুরু করে বিশ্বের প্রতিটি দলের বিপক্ষেই। এবার ২০২৬ সালের বিশ্বকাপ বাছাই পর্বকে সামনে রেখে ব্রাজিল ও উরুগুয়ে একে পরের মুখোমুখি হতে চলেছে।
তার আগে চলুন জেনে নিই ব্রাজিল বনাম উরুগুয়ে মাঝের পরিসংখ্যান বা হেড টু হেড, লাইন আপ। ব্রাজিল বনাম উরুগুয়ে নিজেদের মাঝে মোট ৭৮টি ম্যাচ খেলেছে যার মধ্যে ৪০টি জয় ব্রাজিলের, ২১টি জয় উরুগুয়ের বাকি ১৭টি ম্যাচ ড্র হয়েছে। তাই বলা যায় এই ম্যাচে এগিয়ে থেকেই মাঠে নামবে ব্রাজিল, যাদের সম্ভাব্য লাইন আপ হতে পারে ৪-২-৩-১।
ব্রাজিল বনাম উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কবে, কখন, কোথায়?
আপনি কি জানতে চান ব্রাজিল বনাম উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় অনুসারে? তাহলে এখন সঠিক ওয়েবসাইটেই অবস্থান করেছেন। বাংলাদেশ সময় অনুসারে আগামী ১৮ অক্টোবর, ২০২৩ (বুধবার) সকাল ৬ টায় এস্টাডিও সেন্টেনারিও, স্টেডিয়ামে শুরু হবে ব্রাজিল বনাম উরুগুয়ে বিশ্বকাপ বাছাই পর্বের দুদলের ৪র্থ ম্যাচটি।
ব্রাজিল Vs উরুগুয়ে ম্যাচ টিভি চ্যানেল ও অনলাইনে লাইভ কিভাবে দেখবেন
যখন ব্রাজিল দল ফুটবলে মাঠে নামে তখন পুরো বিশ্বের কোটি-কোটি সমর্থকেরা চেয়ে থাকে ম্যাচটি উপভোগ করার জন্য। তাই সকলেই জানতে চায় ব্রাজিল Vs উরুগুয়ে খেলা কোন টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে? বা অনলাইনে কোথায়, কিভাবে লাইভ দেখা যাবে।
উল্লেখ্য যে, অনুষ্ঠিতব্য ব্রাজিল বনাম উরুগুয়ে ম্যাচটি ভারতীয় স্যাটেলাইট টিভি চ্যানেল স্টার স্পোর্টস সহ, ESPEN, Fox sports দেখা যাবে। এছাড়াও ব্রাজিল Vs উরুগুয়ে খেলা অনলাইন লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে দেখা যাবে ফিফা+, ফ্যানাটিজ, সনি লাইভ অ্যাপ সহ ফেসবুক ও ইউটিউবে।