ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান
ব্রাজিল vs. প্যারাগুয়ে ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান
ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান, হেড টু হেড সহ সরাসরি লাইভ দেখার পদ্ধতি জেনে নিন। কাতার বিশ্বকাপ ২০২২ বার্থতা পর ব্রাজিল জাতীয় ফুটবল দল এক, এক করে আন্তর্জাতিক প্রীতি সহ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গুলোতেও আশানুরুপ কোন ফলাফল করতে পারছে না। এর মধ্যেই শুরু হয়েছে ল্যাটিন আমেরিকার ফুটবল টুর্নামেন্ট কোপা আমেরিকা ২০২৪ এর ৪৮ তম আসর।
যেখানে ইতোমধ্যেই নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির দল কোস্টারিকার সাথে গোল শূন্য ড্র করেছে ব্রাজিল। এবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে প্যারাগুয়ের বিপক্ষে। এতে করে আপনাদের সাথে আলোচনার করবো ব্রাজিল বনাম প্যারাগুয়ে খেলা কবে, কখন ও কোথায় বাংলাদেশ সময়, আরও জানুন হেড টু হেড পরিসংখ্যান সহ অনলাইন ও টিভিতে লাইভ সরাসরি দেখার চ্যানেলের নাম।
ব্রাজিল Vs প্যারাগুয়ে মুখোমুখি পরিসংখ্যান ও লাইন আপ ২০২৪
আমরা জানি যে, প্রিয় দল গুলো বিপরীত যে দলের সাথে মাঠে নামবে তার আগে জেনে নিতে হবে ২ দলের মুখোমুখি পরিসংখ্যানে কোন দল এগিয়ে রয়েছে। অথবা কেমন লাইন আপ নিয়ে মাঠে নামবে এবং ম্যাচের ফলাফল তথা ভবিষ্যৎবাণী কেমন হতে পারে।
আমরা যদি ব্রাজিল, প্যারাগুয়ের মুখোমুখি পরিসংখ্যানের দিকে নজর দেই তাহলে দেখা যায়, হেড টু হেড লড়াইয়ে ব্রাজিল ঢের এগিয়ে, এই পর্যন্ত ২ দলের ৮৩ দেখায় ব্রাজিলের ৫১ জয়ে, প্যারাগুয়ের রয়েছে ১৩টি এবং অন্য ১৯টি ম্যাচ ড্র হয়েছে। বর্তমান সময়ে নেইমার বিহীন ব্রাজিল জাতীয় ফুটবল দল মোটেও ভাল অবস্থানে নেই, তাই তারা প্যারাগুয়ের বিপক্ষে সম্ভাব্য ৪-৪-২ লাইন আপ নিয়ে মাঠে নামতে চলেছে।
ব্রাজিল বনাম প্যারাগুয়ে কোপা আমেরিকা ম্যাচ কবে, কখন, সময়সূচি?
ল্যাটিন আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রমাণে আয়োজন করা হয় কোপা আমেরিকা টুর্নামেন্ট যা প্রতি ২ বছর পর পর অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের কোপা আমেরিকার আসর বসেছে যুক্তরাষ্ট্রে, যেখানে ব্রাজিল রয়েছে টুর্নামেন্টটির ‘ডি’ গ্রুপে। নিজেদের ২য় ম্যাচে যেখানে ব্রাজিল, প্যারাগুয়ের বিপক্ষে বাংলাদেশ সময়সূচি অনুসারে আগামী ২৯ জুন, ২০২৪ তারিখ (শনিবার) সকাল ৭ টায় অ্যালেজিয়েন্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে।
আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের সময়সূচি ২০২৪ কবে, কখন ও কোথায়
ব্রাজিল বনাম প্যারাগুয়ে খেলা টিভি চ্যানেল ও অনলাইন লাইভ দেখায় উপায়
মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বজুড়ে ব্রাজিল ফুটবলের সমাহার জুড়ি মেলা ভার, যার কারণে দলটি যখন, যেখানেই মাঠে নামুক দেখতে সকলে অপেক্ষায় থাকে। ঠিক তেমনি ভাবে ব্রাজিল এবার কোপায় মাঠে নামছে প্যারাগুয়ের বিপক্ষে যে ম্যাচটি স্টেডিয়ামে বসে কিংবা ঘরে বসে অনলাইনে ও টিভি চ্যানেলে উপভোগ করা যাবে। কিন্তু তার আগে জেনে নিতে হবে ব্রাজিল বনাম প্যারাগুয়ে ম্যাচটি কোন টিভি চ্যানেল এবং অনলাইন প্লাটফর্মে সরাসরি লাইভ প্রচার করা হবে।
বাংলাদেশে ব্রাজিল vs প্যারাগুয়ে ম্যাচটি টি স্পোর্টস চ্যানেলে এবং একই সাথে অনলাইনে ফিফা+, সনি লাইভ আপস সাবস্ক্রিপশন ও ফক্স স্পোর্টস ও ফুবো টিভিবর মাধ্যমে সরাসরি লাইভ এইচডি উপভোগ করতে পারবেন Brazil বনাম Paraguay ফুটবল খেলাটি।