Football

ব্রাজিল বনাম ইংল্যান্ড প্রীতি ম্যাচ কবে, কখন, লাইনআপ ও পরিসংখ্যান

ব্রাজিল Vs. ইংল্যান্ড প্রীতি ম্যাচ কবে, কখন, সময়সূচি, লাইনআপ ও পরিসংখ্যান

ব্রাজিল বনাম ইংল্যান্ড প্রীতি ম্যাচ কবে, কখন, কোথায়, সময়সূচি, লাইনআপ ও পরিসংখ্যান জেনে নিন। ২০২৪ সালে প্রথম মাঠে নামতে চলেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল, যাদের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। আপনারা সকলে অবগত আছেন যে, ২০২২-২০২৩ মৌসুম ব্রাজিলের জন্য খুব খারাপ কেটেছে! কারণ ২০২২ সালের ফিফা কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর। ২০২৩ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরক্কোর সাথে এবং ২০২৬ বিশ্বকাপ বাছাই ২টি ম্যাচ হেরেছে। তাই নতুন কোচ এবং নতুন মুখ নিয়ে আগামী ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাও বাহিনীরা।

ব্রাজিল Vs ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যান ও লাইন আপ ২০২৪

আপনি কি ইংল্যান্ড এবং ব্রাজিল জাতীয় ফুটবল দলের মুখোমুখি পরিসংখ্যান ও আগামী ম্যাচের লাইন আপ জানতে চান? তাহলে এখন সঠিক স্থানেই আপনার অবস্থান। একদিকে ল্যাটিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিল অন্যদিকে ইউরোপের সুপার পাওয়ার ইংল্যান্ড ফুটবল দল। উক্ত দল ২টি অর্থাৎ ব্রাজিল ও ইংল্যান্ড একে অপরের মাঝে ২৬ বার মোকাবেলা করেছে, যেখানে মুখোমুখি পরিসংখ্যানে ব্রাজিলে ১১ জয়ে, ইংল্যান্ডের জয় মাত্র ৪টি ম্যাচ – বাকি ১১টি ম্যাচ ড্র হয়েছে। ব্রাজিল Vs ইংল্যান্ড মুখোমুখি পরিসংখ্যানের ভিত্তিতে বলা যায় ব্রাজিলের ৪-৩-৩ বিপরীতে ইংল্যান্ড ৪-৪-২ লাইন আপ নিয়ে মাঠে নামার সম্ভাবনা বেশি।

ব্রাজিল বনাম ইংল্যান্ড প্রীতি ম্যাচ কবে, কখন, সময়সূচি?

বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল জাতীয় ফুটবল দলের অগণিত দর্শক, সমর্থক রয়েছে তাই কোথায় প্রিয় দলের খেলা হচ্ছে খবর রাখে এদেশের মানুষজন। ইতোমধ্যেই জেনেছেন ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে। বাংলাদেশের সময় অনুসারে আগামী ২৪ মার্চ, ২০২৪ তারিখ (শনিবার দিবাগত রাত) ব্রাজিল বনাম ইংল্যান্ড ম্যাচটি মাঠে গড়াবে যা ওয়েম্বলি স্টেডিয়াম, ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের সময়সূচি ২০২৪ কবে, কখন ও কোথায়

ব্রাজিল বনাম ইংল্যান্ড খেলা টিভি চ্যানেল ও অনলাইন লাইভ দেখায় উপায়

স্বাভাবিক ভাবেই প্রিয় দল গুলোর খেলা সব সময় মাঠে/ স্টেডিয়ামে বসে দেখার সময় ও সুযোগ কোনটিই হয় না। তেমনি ভাবে আপনারা যারা ব্রাজিল বনাম ইংল্যান্ড খেলাটি মাঠের বাহিরে থেকে অর্থাৎ টিভি সেট বা অনলাইনে দেখতে চান। তারা ২টি উপায়ে এই ম্যাচটি উপভোগ করতে পারেবন স্যাটেলাইট টিভি চ্যানেল ফক্সে এবং একই সাথে অনলাইনে ফিফা+ টিভি ও ফেসবুক, ইউতটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি লাইভ দেখানো হতে পারে।

AL Imran

Al Imran, a seasoned sports journalist at TheOnField.com, with a rich writing background from platforms like ESPN, Goal, Sofascore, Fox Sports, NDTV Sports, VAVEL and many others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button