Cricket

বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল (গ্রুপ পর্ব) BPL Point Table 2024

বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল এক নজরে (গ্রুপ পর্ব) BPL Point Table 2024

বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল (গ্রুপ পর্ব) BPL Ponit Table 2024 দেখে নিন এক নজরে। সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ১০ম তম আসরের পয়েন্ট টেবিলের আর্টিকেলে। যেকোনো খেলায় পয়েন্ট টেবিল খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখা যায় ১টি পয়েন্টের জন্য কোন দল যেমন টুর্নামেন্ট টিকে থাকে এবং পরবর্তীতে কোয়াটার, সেমি বা ফাইনালে চলে যায় এবং এই ১টি পয়েন্টের কারণেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। ঠিক তেমনি ভাবে বিপিএলের প্রতি ম্যাচ পয়েন্টের খেলা যার জন্য প্রতিটি বল, উইকেটের ব্যবধানে জয় এবং হার অনেক বড় পার্থক্য গড়ে দেয়।

বিপিএল ২০২৪ পয়েন্ট টেবিল

চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের বিপিএলের দশম তম আসর মাঠে গড়িয়েছে ১৯ জানুয়ারি থেকে। ৭টি দলের অংশ নেওয়া এই টুর্নামেন্টে গ্রুপ, কোয়ালিফার ও ফাইনাল মিলিয়ে মোট ৪৭টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আমরা ইতোমধ্যেই বিপিএল ২০২৪ সময়সূচি ও দল সহ প্রতিটি দলের খেলোয়াড়ের তালিকা তুলে ধরেছি। এবার পালা টুর্নামেন্ট চলতি অবস্থায় প্রতিদিনের পয়েন্ট টেবিল আপডেট করা। এতে করে আপনারা আপনাদের প্রিয় দলের বর্তমান অবস্থান পয়েন্ট টেবিলে কত নম্বর/ তম তা জানতে পারবেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) পয়েন্ট টেবিল (গ্রুপ পর্ব)

এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, দুর্দান্ত ঢাকা, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স, সিলেট স্ট্রাইকার্স এই সাতটি দল বিপিএলে অংশ নিয়েছে। যাদের গ্রুপ পর্বের খেলা বর্তমানে চলমান, যেখানে মোট ৪৩টি ম্যাচ হবে। প্রথমেই ঢাকা পর্ব দিয়ে শুরু হবে গ্রুপপর্বের খেলা, এরপর ২৬ জানুয়ারি থেকে শুরু হবে সিলেট পর্ব এবং ৬ ফেব্রুয়ারি আবারও ঢাকায় ফিরবে। এরপর গ্রুপ পর্বের বাকি ম্যাচ গুলো হবে চট্টগ্রামের জহুর আহম্মেদ স্টেডিয়ামে। বিপিএল ২০২৪ এর গ্রুপ পর্বের খেলা শেষে প্রয়োজন হবে পয়েন্ট টেবিলের, এতে যে ৪টি দল এগিয়ে থাকবে তারা ২য় রাউন্ডে যেতে পারবে।

টিম ম্যাচ জয় পরাজয় নেট রান রেট পয়েন্ট শেষ ৫ ম্যাচ
রংপুর রাইডার্স +১.৪৬২ ১০ ☑️☑️☑️☑️❌
কুমিল্লা ভিক্টোরিয়ান্স +১১৩০ ১০ ☑️❌☑️☑️☑️
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স 2 -০.১৬৫ ১০ ❌☑️☑️☑️☑️
খুলনা টাইগার্স +০.৩৬০ ☑️❌☑️☑️❌
ফরচুন বরিশাল +০.১২৯ ❌☑️☑️❌❌
সিলেট স্ট্রাইকার্স -১.০৫৪ ❌☑️❌❌❌
দুর্দান্ত ঢাকা -১.৩৭৬ ❌❌❌❌❌

BPL Point Table 2024

BPL এর এলিমিনেটর (তৃতীয় দল বনাম চতুর্থ দল) এর খেলা মাঠে গড়াবে আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে। তবে পয়েন্ট টেবিল অনুসারে কোন দল এগিয়ে থেকে শেষ ৪ নিশ্চিত করতে পারবে তা সময় বলে দিবে। তাই আপনি যদি চলতি বছর বিপিএলে কোন দলকে সমর্থন করে থাকেন এবং জানতে চান কারা সেমি পর্যন্ত যেতে পারছে তাহলে প্রতিনিয়ত চোখ রাখতে হবে BPL Point Table 2024 এর এই ওয়েবপেজে।

AL Imran

Al Imran, a seasoned sports journalist at TheOnField.com, with a rich writing background from platforms like ESPN, Goal, Sofascore, Fox Sports, NDTV Sports, VAVEL and many others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button