Cricket

ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সরাসরি লাইভ স্কোর আপডেট BPL

ফরচুন বরিশাল Vs. রংপুর রাইডার্স সরাসরি লাইভ স্কোর আপডেট BPL 2024

ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সরাসরি লাইভ স্কোর আপডেট BPL ও সরাসরি ম্যাচটি অনলাইনে ও টিভি চ্যানেলে দেখায় উপায় জানুন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের এক জমজমাট ম্যাচ আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স এর মধ্যে। ইতোমধ্যেই আপনারা জানেন যে, নিজেদের প্রথম কোয়ালিফায়ার-১ ম্যাচে রংপুর রাইডার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৬ উইকেটে হেরেছে। অপরদিকে এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে কোয়ালিফায়ার-২ খেলার যোগ্যতা অর্জন করে। চলুন জেনে নিবো আজকের বি পি এল বরিশাল বনাম রংপুর কোয়ালিফায়ার-২ ম্যাচের সরাসরি লাইভ স্কোরকার্ড আপডেট ও খেলাটি লাইভ দেখায় নিয়ম।

বিপিএল বরিশাল বনাম রংপুর কোয়ালিফায়ার-২ ২০২৪

আজ ২৮ই ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ রোজ বুধাবার বিপিএলের ১০ আসরের সেমি-ফাইনাল বা কোয়ালিফায়ার-২ ম্যাচ অনুষ্ঠিত হবে। যা মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, ঢাকায় সন্ধ্যা সাড়ে ৬ টায় শুরু হবে। এই ম্যাচে যে দল জয়লাভ করতে তারা সরাসরি ফাইনালে উঠবে এবং আগামী ১ মার্চ, ২০২৪ তারিখ (শুক্রবার) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে। তাই আশা করা যাচ্ছে আজকের বরিশাল বনাম রংপুর খেলা বা ম্যাচটি খুবই প্রতিযোগিতা পূর্ণ হতে চলেছে।

ম্যাচ: বরিশাল বনাম রংপুর, কোয়ালিফায়ার ২, বাংলাদেশ প্রিমিয়ার লীগ 2024
তারিখ: বুধবার, ফেব্রুয়ারি 28, 2024
সময়ঃ সন্ধ্যা ৬:৩০
টসঃ –
অ্যাম্পিয়ারঃ –
ভেন্যু: শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

রংপুর রাইডার্স স্কোয়াড: রনি তালুকদার, শামীম হোসেন, সাকিব আল হাসান, মাহেদী হাসান, জেমস নিশাম, নিকোলাস পুরান, নুরুল হাসান (উইসি), মোহাম্মদ নবী, আবু হায়দার রনি, হাসান মাহমুদ, ফজল হক ফারুকী, ব্র্যান্ডন কিং, মুমিনুল হক, হাসান মুরাদ, ইহসানউল্লাহ, ইয়াসির মোহাম্মদ, আশিকুর জামান

ফরচুন বরিশাল স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, কাইল মায়ার্স, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (ডাব্লু), মাহমুদউল্লাহ, জেমস ফুলার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, ওবেদ ম্যাককয়, তাইজুল ইসলাম, আহমেদ শেহজাদ, কামরুল ইসলাম, ইয়ানিক। ক্যারিয়া, কেশব মহারাজ, খালেদ আহমেদ, রকিবুল হাসান, প্রীতম কুমার, প্রান্তিক নওরোজ নাবিল

ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সরাসরি লাইভ স্কোরকার্ড আপডেট

আপনি ফরচুন বরিশাল অথবা রংপুর রাইডার্স যে দলেরই সমর্থক হোন না কেন। কোন ভাবেই বা কোন অবস্থাতেই আজকের অনুষ্ঠিতব্য বিপিএল সিজন ১০ এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি মিস করতে চাইবেন না। তবে অনেকেই রয়েছে সময়ের অভাবে বা টিকেট না পাবার কারণে বরিশাল বনাম রংপুর ম্যাচ সরাসরি লাইভ দেখতে পারবেন না। কিন্তু এমতাবস্থায় অবশ্যই ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের মধ্যকার খেলার লাইভ স্কোরকার্ড আপডেট পেতে চাইবেন। যার কারণে আমরা আজকের ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স সরাসরি লাইভ স্কোরকার্ড আপডেট নিয়ে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত হাজীর থাকবো। যাতে করে বরিশাল vs রংপুরের খেলার একটি বলের শেষ মুহূর্তের আপডেট খবর বাদ যাবে না।

live-now

Fortune Barisal vs Rangpur Riders খেলা লাইভ টিভি ও অনলাইনে

আর কিছুক্ষণ পরে মাঠে নামতে চলছে Fortune Barisal vs Rangpur Riders Qualifier 2 ম্যাচে। গ্রুপ পর্বে ইতোমধ্যেই এই ২টি দল একে, অপরের বিপক্ষে খেলেছে, যেখানে প্রথম ম্যাচে ফরচুন বরিশাল এবং দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্স জয় পায়। তাই বিপিএলের চলতি আসরের বিবেচনায় ২ দল সমান অবস্থানে অবস্থান করছে, যদি রংপুর রাইডার্স পয়েন্ট টেবিল এর ১ম স্থানে থেকে আসর বা গ্রুপ পর্ব শেষ করেছে। এবার জেনে নেওয়া যাক, আজকের Fortune Barisal vs Rangpur Riders ম্যাচটি কিভাবে সরাসরি লাইভ দেখবেন? উল্লেখ্য যে, ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স ম্যাচটি যথাক্রমে জি টিভি ও টি স্পোর্টস টিভি চ্যানেলে এবং অনলাইনে ফেসবুক ও ইউটিউবে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে।

AL Imran

Al Imran, a seasoned sports journalist at TheOnField.com, with a rich writing background from platforms like ESPN, Goal, Sofascore, Fox Sports, NDTV Sports, VAVEL and many others.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button